বাংলাদেশ

দ্যা নিউজ সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ

মাখদুম সামি কল্লোল: অনলাইন নিউজ পোর্টাল দ্যা নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী এবং বার্তা সম্পাদক তৃণা রায় চৌধুরীর ওপর হামলা ও হুমকির প্রতিবাদে শনিবার ১ নভেম্বর, সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন পশ্চিম গোয়াইল গ্রামে গত ২৯ অক্টোবর বুধবার বেলা ১টার দিকে সম্পাদক প্রমিথিয়াস চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছে। স্কুলবন্ধু হালান মোল্লার ফোনে বাশাইল বাজারে ডেকে নিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, সম্পাদককে ইসকনের ট্যাগ লাগিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর, ব্যাংক চেকের পাতা এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেওয়া হয়। এছাড়া বার্তা সম্পাদক তৃণা রায় চৌধুরীকে গ্যাং রেপের প্রকাশ্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

হামলা ও হুমকির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজাম মোল্লা হালান, সাহানুর ওরফে শাহিন পেদা, মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম মামুনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

বক্তারা জানান, প্রমিথিয়াস চৌধুরী বাংলাদেশ সরকারের নিয়ম-নীতি মেনে গত ১৪ বছর ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি তার পৈতৃক বাড়িতে আশ্রম নির্মাণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আশ্রয়ের ব্যবস্থাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

বার্তা সম্পাদক তৃণা রায় চৌধুরী বলেন, “সম্পাদক মহোদয় সাত্ত্বিক খাবার খান এবং খুব সাধারণভাবে জীবনযাপন করে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। আমাকে নির্যাতন ও গ্যাং রেপ করার হুমকি দেওয়া হয়েছে তার সামনে। এমন কথা কানে শোনার থেকে মৃত্যু অনেক শ্রেয়।”

মানববন্ধনে অনেক নারী উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। তারা বলেন, “একজন নারীকে রেপ করার হুমকি আমরা অন্য নারীরা মেনে নিতে পারি না। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

মানববন্ধনে উপস্থিত সাধারণ জনগণ নিম্নলিখিত দাবি তুলে ধরেন:
১. যেকোনো ব্যক্তি সম্পর্কে যাচাই না করে ইসকন, আওয়ামী দোসর বা অন্য কোনো ট্যাগ লাগিয়ে হুমকি ও নির্যাতন বন্ধে আশু পদক্ষেপ নিতে হবে
২. অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে
৩. দেশের সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করতে কার্যকর আইনগত পদক্ষেপ নিতে হবে
৪. নারীদের প্রতি হুমকি ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে

মানববন্ধনে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নারী সংগঠনের সদস্য এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button