নতুন কোচের নাম ঘোষণা কলকাতার

স্পোর্টস ডেস্ক: নতুন কোচের নাম ঘোষণা করল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের হেড কোচের দায়িত্ব পেয়েছেন অভিষেক নায়ার। বৃহস্পতিবার কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিষেকের কোচ হওয়ার খবর জানিয়ে বেঙ্কি লিখেছেন, ‘২০১৮ সাল থেকে অভিষেক নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অঙ্গ। মাঠের ভেতরে এবং বাইরে আমাদের ক্রিকেটারদের তৈরি হতে ও সাহায্য করে। ওর ক্রিকেটবোধ এবং প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক আমাদের অগ্রগতির বড় কারণ। আমাদের প্রধান কোচ হিসাবে ও দায়িত্ব নিচ্ছে, এটা ভেবে আমরা আনন্দিত। আশা করি কেকেআরকে পরের অধ্যায়ে নিয়ে যেতে ও সাহায্য করবে।’চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কলকাতার তিন বছরের চুক্তি শেষ হয়েছে গেল মৌসুমেই। তারপর থেকে নতুন প্রধান কোচের খোঁজে ছিল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। সাবেক অধিনায়ক ইয়ন মরগ্যানসহ বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। তবে ঝুঁকি না নিয়ে অভিষেকের হাতেই দলের দায়িত্ব তুলে দিলো শাহরুখ খানের দল। কয়েক দিন আগে অভিষেককে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এবং পরে গত মৌসুমের মাঝামাঝি সময় থেকে কেকেআরের অন্যতম সহকারী কোচ নায়ার। এ ছাড়া কেকেআরের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে। নাইটদের সাজঘরের কোনো কিছুই তার অজানা নয়। ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্কও ভালো। সম্ভবত সে কারণেই প্রধান কোচ হিসেবে তাকে বেছে নিয়েছেন বেঙ্কি মাইসোররা।গত মৌসুমে নারীদের প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন অভিষেক। এবার কেকেআরের দায়িত্ব পেয়ে কোচ হিসাবে নতুন ইনিংস শুরু করবেন তিনি। রোহিত শর্মা, লোকেশ রাহুলদের ব্যক্তিগত ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নায়ারের। তার হাত ধরেই উঠে এসেছেন রিঙ্কু সিংহ, হার্ষিত রানার মতো তরুণ ক্রিকেটার।



