স্বাস্থ্য

ট্যালকম ফ্রি নিরাপদ কর্নস্টার্চযুক্ত পাউডার বাজারজাত করল রিমার্কের লিলি

শিশু স্বাস্থ্যের জন্য সুখবর !

নিজস্ব প্রতিবেদক : শিশুর জন‌্য নিরাপদ দেশের সর্বপ্রথম কর্নস্টার্চ পাউডার বাজারে এনেছে কসমেটিকস ও স্কীনকেয়ার টেকনোলজি জায়ান্ট কোম্পানি রিমার্কের জনপ্রিয় ব্র্যান্ড লিলি লিটল ওয়ান। পর্যাপ্ত গবেষণার মাধ‌্যমে আমেরিকান ফর্মূলেশনে তৈরি এই পাউডার পেয়েছে শিশু বিশেষজ্ঞদের ছাড়পত্র। গবেষণায় তৈরি শিশুর জন‌্য শতভাগ নিরাপদ ভুট্টা থেকে উৎপাদিত কর্নস্টার্চ পাউডার। যা ক্ষতিকর ট‌্যাল্কের বিপরীতে একটি আদর্শ সমাধান বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের অন‌্যতম শীর্ষ স্কীনকেয়ার ও কসমেটিকস কোম্পানি রিমার্ক এইচবি লিমিটেড-এর দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় কসমেটিকস ও স্কীনকেয়ার ব্র‌্যান্ড লিলি’র লিটল ওয়ান আমেরিকার বেঞ্চমার্ক কসমেটিকস ল‌্যাবরেটরি এবং রিমার্ক নেচার ইঞ্জিনিয়ারিং ল‌্যাবে দীর্ঘ সময় ধরে গবেষণা করে ভুট্টা থেকে তৈরি করেছে পাউডার। যা বিশ্বব‌্যাপী কর্নস্টার্চ পাউডার হিসেবে স্বীকৃত। লিলি লিটল ওয়ানের সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ কর্নস্টার্চ পাউডার আমেরিকা, থাইল‌্যান্ড, পোল‌্যান্ড সহ বিভিন্ন দেশে, বিশ্বের সর্বাধুনিক ল‌্যাবগুলোয় একাধিকবার করে পরীক্ষা করে নিয়ে অবশেষে বাজারে আসার জন্য প্রস্তুত হয়েছে।

লিলি’র প্রধান বিপনন কর্মকর্তা এস, এ, এইচ, এম শাহ্‌রে আলম জানান, শিশুর ত্বকের যত্নে লিলি লিটল ওয়ান কর্নস্টার্চ বেবি পাউডার দেশের অন্যসব বেবি পাউডারের চেয়ে ব্যবহারে সবচেয়ে নিরাপদ এবং প্রাকৃতিকভাবে উৎপাদিত। প্রাথমিকভাবে দেশের সকল হারল্যান স্টোরসহ ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে এই পাউডার পাওয়া যাবে।

সম্প্রতি আমেরিকার একটি আদালতে গ্লোবাল ব্র্যান্ড জনসন অ্যান্ড জনসনকে ক্ষতিকর পাউডার এর জন্য হাজার কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, কোম্পানির উৎপাদিত ট্যালকম পাউডার ব্যবহারের পর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ব‌্যবহারকারীর। বিষয়টি সারা বিশ্বে ট্যালকম পাউডার ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। ২০২০ সাল থেকেই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো ত্বকের জন্য ক্ষতিকর ট্যালকম পাউডার উৎপাদন ও বিপনন বন্ধ করে দেয়। বর্তমানে পশ্চিমা দেশগুলোতে কর্নস্টার্চযুক্ত বেবি পাউডার তৈরি ও বাজারজাত হচ্ছে। কিন্তু বাংলাদেশে এর কোন পরিবর্তন আসেনি। বিষয়টিকে গুরুত্বে নিয়ে কর্নস্টার্চ এ তৈরী পাউডার বাজারে এনেছে রিমার্কের ব্র্যান্ড লিলি লিটল ওয়ান। গবেষণায় তৈরি করেছে শিশুর জন‌্য নিরাপদ, কর্নস্টার্চ পাউডার। যা ক্ষতিকর ট‌্যাল্কের বিপরীতে একটি আদর্শ সমাধান।

বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবুল বাশার বলেন, শিশুর ত্বক এমনিতেই অনেক বেশি সংবেদনশীল। তাই যে কোন প্রসাধন শিশুর ত্বকে ব্যবহারে আরো বেশি সচেতনতা প্রয়োজন। বিশেষ করে পাউডার যেহেতু সরাসরি রোমকূপ-এ পৌঁছুতে পারে, তাই ক্ষতিকর ট্যালকম এড়িয়ে চলা উচিত। সেক্ষেত্রে কর্নস্টার্চ পাউডার দারুন বিকল্প হতে পারে।

বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ ডা. শারমিনা হক বলেন, এখন শিশুদের বাবা-মায়ের আরো বেশি সচেতন হতে হবে। বিশেষ করে শিশুকে বিভিন্ন র‌্যাশ ও ত্বকের ছত্রাকবাহী সংক্রমন থেকে বাঁচাতেই আমরা পাউডার ব‌্যবহার করে থাকি। তাই সুরক্ষার জন‌্য ব‌্যবহার করতে গিয়ে যেন বড় স্বাস্থ‌্য ঝুঁকিতে ফেলে না দেই। শিশুদে‌র জন‌্য যে কোন পণ‌্য ব‌্যবহারের আগেই এর ক্ষতিকর দিকগুলো নজরে রাখা উচিত। এমন ছোট ছোট পদক্ষেপই নিশ্চিত করবে শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ।

Related Articles

Back to top button