বাংলাদেশ

প্রেসক্লাব সদস্যের কন্যা আয়েশা তুলিতে রঙিন স্বপ্নের বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নজর কাড়ে ছোট্ট আয়েশা—প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমানের কন্যা। চুল বেঁধে রঙতুলি হাতে আয়েশা ফুটিয়ে তোলে প্রকৃতি ও দেশের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ। তার আঁকা ছবিতে ছিল মুক্ত আকাশ, নদী ও হাসিমুখের শিশু—যেন এক নির্মল, স্বপ্নময় বাংলাদেশ।

প্রতিযোগিতা শেষে আয়েশা জানায়, “আমি বড় হয়ে একজন ভালো শিল্পী হতে চাই। আমার ছবিতে যেন সবাই বাংলাদেশকে দেখতে পায়।”

প্রেস ক্লাবের সভাপতি বলেন, “আয়েশার মতো শিশুরা আগামী প্রজন্মের সৃজনশীল প্রতীক। তাদের হাতেই গড়ে উঠবে আলোকিত বাংলাদেশ।”

দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেয় প্রেসক্লাবের সদস্যদের শতাধিক শিশু। শিশুরা আঁকে প্রকৃতি, দেশপ্রেম ও স্বপ্নের নানা দৃশ্য।

Related Articles

Back to top button