অর্থনীতি

১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনীহা অবৈধ: বাংলাদেশ ব্যাংক

মাখদুম সামি কল্লোল: বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১ ও ২ টাকার ধাতব মুদ্রা বৈধ মুদ্রা এবং এগুলোর লেনদেনে অনীহা প্রকাশ করা আইন লঙ্ঘনের শামিল। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে, কিছু ব্যবসায়ী ও সাধারণ মানুষ ধাতব মুদ্রা গ্রহণে অনাগ্রহ দেখাচ্ছেন। এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আবারও মনে করিয়ে দিয়েছে— কাগজী নোটের পাশাপাশি প্রচলিত সব ধাতব মুদ্রাই বৈধ এবং নগদ লেনদেনে সেগুলো গ্রহণ করতে হবে।

বুধবার ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “দেশের কোনো কোনো এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন, যা প্রচলিত আইনের লঙ্ঘন।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “কাগজী নোটের পাশাপাশি প্রচলিত সকল প্রকার ধাতব মুদ্রা বৈধ বিধায় তা নগদ লেনদেনে ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে।”

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক (এক্স-ক্যাডার-প্রকাশনা) সাঈদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় স্বার্থে বৈধ মুদ্রার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং বাজারে মুদ্রা প্রবাহের সুষ্ঠুতা রক্ষার জন্য এই বিষয়টি প্রচারে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ১ ও ২ টাকার কাগজী নোট ও ধাতব মুদ্রা সমানভাবে আইনগতভাবে বৈধ মুদ্রা (legal tender) হিসেবে গণ্য হয়। এসব মুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানানো বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

Related Articles

Back to top button