এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলীকে নিয়ে অপ-প্রচার

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়াকে নিয়ে প্রতিনিয়ত অপ-প্রচার চালিয়ে যাচ্ছে একটি স্বার্থান্বেষী কুচক্রি মহল। কোন কোন মহল তাকে
এলজিইডি’র রাজা বানিয়ে দিচ্ছে, আবার কেউ কেউ নামে বেনামে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে বাচ্চু মিয়ার নামে মিথ্যা অভিযোগ দিচ্চে বলে সূত্র থেকে জানা যায়। জাতীয়তাবাদী ঘরনার এই প্রকৌশলী কে ফ্যাসিবাদের তকমা দিচ্ছে একটি কু-চক্রিমহল।
তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ যাহা অসত্য, একপেশে ও মনগড়া বলে সুত্র জানায়। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন পাঠকের কাছে এলজিইডি, জেলা- ঢাকাকে ভুলভাবে উপস্থাপন করছে একটি মহল তারা এলজিইডি, জেলা- ঢাকার উন্নয়নমূলক কার্যক্রম ব্যহত করার নিমিত্তে সকল মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এই সকল বিষয়ে সকলকে অবগতির জন্য তিনি আরো বলেন আমি কখনো ফ্যাসিবাদী আওয়ামী লীগ সংগঠন করেননি এবং জড়িত ছিল না। আয়কর রিটার্ন নিয়মিত দাখিল করি। আমার অফিসের দরপত্র আহবান বিল পরিশোধ ও কাজের গুণগতমান বজায় রেখে যথাযথ নিয়ম অনুসরণ পূর্বক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। যা এলজিইডিসহ বিভিন্ন মহলের নিকট প্রশংসনীয়। আমার বিরুদ্ধে যে সকল মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে পাঠকের নিকট সত্য তথ্য উপস্থাপন করে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের কাছে অনুরোধ করা হলো। অপর একটি সূত্র থেকে জানা যায় বাচ্চু মিয়াকে এলজিইডি, জেলা- ঢাকার নির্বাহী প্রকৌশল পদ থেকে সরানোর জন্য একটি স্বার্থান্বেষী কুচক্রি মহল কোটি টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে। তাহার বিরুদ্ধে দুদকসহ বিভিন্ন যায়গায় মিথ্যা নানান অভিযোগ দিচ্ছে।