মতামত

ভালো পোশাক পড়লেই ভালো হওয়া যায় না

কলমে (আবুল কালাম আজাদ)

ভালো পোশাক পড়লে যেমন
ভালো হওয়া যায় না,
অন্তরেতে থাকলে কাঁদা
মানুষ তারে কয় না।

ভালো মানুষ হতে হলে
গুরুর কাছে আয় না,
ভালো পোশাক পড়লে যেমন
ভালো হওয়া যায় না।

মনটা তোমার উড়াল পাখি
উড়ু উড়ু করে,
পরের ভালো দেখলে পরে
তোমার শরীর জ্বলে।

নিজে ভালো করো নাতো
অন্যের ভালো সয়না,
ভালো পোশাক পড়লে যেমন
ভালো হওয়া যায় না।

পরের ক্ষতি করলে তুমি
নিজের ক্ষতি করলে,
তোমার খোড়া কবরেতে
তুমি নিজেই পড়বে।

তোমার বিচার তুমিই দেখবে
একটু সবুর করনা,
ভালো পোশাক পড়লে যেমন
ভালো হওয়া যায় না।

Related Articles

Back to top button