বাংলাদেশ

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের আবাসিক সার্জন বিরুদ্ধে অপ-প্রচার

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের আবাসিক সার্জন বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত হয়েছে একটি কুচক্রিমহল। ষড়যন্ত্রকারী কুচক্রিমহল দেশের স্বনাম ধন্য প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন

ডা. মো. বশীর আহম্মেদের বিরুদ্ধে অপ-প্রচার চালাতে একটি জাতীয় দৈনিক পত্রিকা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে বলে জানা যায়।
ডা. মো. বশীর আহম্মেদের সারাদেশে নিউরো সার্জন হিসেবে সু-খ্যাতি রয়েছে। দেশে চিকিৎসা সেবায় অনেক সফল অপারেশন করেছেন। জাতীয়তাবাদী ঘরণার এই চিকিৎসক ডা. বশীর আহম্মেদ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের যুগ্ম আহ্বায়ক এবং মিডফোর্ড মেডিকেল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। নিনস জামায়াত পন্থী চিকিৎসকদের একটি গ্রুপ দেশের স্বনামধন্য নিউরো সার্জন ডা. বশীর আহম্মেদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে সূত্র থেকে জানা যায়।
নিনস জামায়াত পন্থী চক্রটি ডা. বশীর আহম্মেদকে নিনস এর আবাসিক সার্জন থেকে সরানো পায়তারা করছে, তাদের এই ষড়যন্ত্র কোন ভাবে সফল হবেনা বলে জানান জাতীয়তাবাদী চিকিৎসক ফোরামের নেতৃবৃন্দ। অপ-প্রচার বিরুদ্ধে ডা. বশীর আহম্মেদ গণমাধ্যমকে বলেন, প্রকৃত সত্য হলো ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের আমি একজন সহকারী অধ্যাপক ও স্বনামধন্য নিউরোসার্জন। অনেক জটিল রোগী আমার মাধ্যমে অপারেশন করে চিকিৎসা নিয়ে এখন সুস্থ্য আছেন। যে কোন সার্জারীতে কম্প্লিকেশন হওয়া অস্বাভাবিক কিছু নয়, ১০০০ রোগী অপারেশন করলে ১ জনের ছোট খাট ইনফেকশন/ কম্প্লিকেশন হতেই পারে।
সরাসরি কোন হাসপাতালে রোগী পাঠানোর ও রোগী পাঠায়ে হাসপাতাল বা চিকিৎসকের নিকট থেকে কমিশনের কোন সত্যতা নেই। এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এই অভিযোগের সত্যতা পেলে আমি সরকারী চাকরি থেকে ইস্তফা দিবো। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর। ময়মনসিংহ থেকে আগত একরোগী(তাসলিমা), কোমরের সমস্যার কারনে প্রশ্রাব ও পায়খানা জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগে নিউরোসায়েন্সেস ভর্তি বিলম্ব দেখে স্বপ্রণোদিতভাবে আমার চেম্বারে আসে, রোগীর চিকিৎসার সামগ্রিক বিষয়ে আলোচনা করে আমার দ্বারা অপারেশন করতে রাজি হয়। অপারেশন শেষে রোগী সুস্থ হয়ে খুশি মনে বাড়ি ফিরে যায়। যার ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় এবং বিদ্যমান রয়েছে । সুতরাং কাউকে জোর করে ভয়ভীতি দেখিয়ে প্রইভেটে অপারেশন করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সকল মিথ্যা অপ-প্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী ঘরনার সকল চিকিৎসক ঐক্যবদ্ধ ।

Related Articles

Back to top button