বাংলাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক

বেনাপোল প্রতিনিধি : যশোর সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকারের মালা মাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সদস্যরা।

আটক মালামালের মধ্যে রয়েছে, বিদেশী মদ, ভারতীয় WINCEREX COUGH SYRUP, ড্রাগন টনিক এবং শাড়ী।

আটককৃত মালামালের মূল্য ৪,৬০,৩০০/-(চার লক্ষ ষাট হাজার তিনশত) টাকা।

০৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার যশোর ব্যাটালি য়ন ৪৯বিজিবি’র টহলদল পাঁচপীরতলা আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধি নায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন।তিনি জানান,সীমান্তে বিজিবির আভি যানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

 

Related Articles

Back to top button