বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরে ৭৬১ গ্রাম সোনা সহ ০২ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

টাইমস ২৪ ডটনেট : হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোঃ কবির হোসেন (৫৩), ও কুদ্দুছ (৪১) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন । এর মধ্যে মোঃ কবির হোসেন (৫৩) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর বোর্ডিং ব্রীজ অপারেটর।১০/১০/২০২৫ খ্রি. রাত ০২.২২ ঘটিকায় ( ০৯/১০/২০২৫ দিবাগত রাত) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমণ ১ নং টার্মিনালের ৩ নং গ্লাস গেইটের সামনে জনৈক মোঃ কবির হোসেন (৫৩) গোপনে কুদ্দুছ (৪১) কে একটি ছোট হাত ব্যাগ দেওয়ার সময় উপস্থিত যাত্রী সহযাত্রীদের মধ্যে সন্দেহ হলে সেখানে গোলযোগের সৃষ্টি হয়। এমতাবস্থায় সেখানে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স গিয়ে উক্ত ব্যক্তিদ্বয়কে টার্মিনালে আসার কারণ জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সন্দেহজনক উত্তর দিতে থাকে। উক্ত ব্যক্তিদ্বয়কে জ্ঞিজ্ঞাসাবাদের জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হয়। অতঃপর এএপি অফিসে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিকালে ০৩ (তিন) টি নীল রংয়ের ছোট ব্যাগের ভিতর হতে ৪ টি গোল্ডবার ও অন্যান্য স্বর্ণালংকারসহ সর্বমোট ৭৬১ (সাতশত একষট্টি) গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় । ধৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর ব্যবহার করে চোরাচালানের উদ্দেশ্যে ।

আটককৃত ব্যক্তিদ্বয় দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট এর সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা যায় ।

মোঃ কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১) দ্বয়দের বিরুদ্ধে অদ্য শুক্রবার বিমানবন্দর থানায় মামলা নং-০৮, তারিখ-১০/১০/২০২৫ ধারা-বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি এর ১ (বি)/২৫-ডি দায়ের করা হয়েছে ।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক জানান, আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত ভিত্তিতে সতর্ক দৃষ্টি রাখছি। বিমানবন্দর ব্যবহার করে যেকোন চোরাচালান রোধে আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button