বাংলাদেশ

দক্ষিণখানে আশিয়ান সিটির ভূমি দখল ও সন্ত্রাসী আগ্রাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাখদুম সামি কল্লোল: রাজধানীর দক্ষিণখান মৌজায় আশিয়ান সিটির মালিক নজরুল ইসলাম ভূঁইয়া গংয়ের বিরুদ্ধে জমি দখল, নির্যাতন, হয়রানি, চাঁদাবাজি, জবরদস্তি, বসতবাড়ি ভাঙচুর এবং জাল দলিল তৈরির অভিযোগে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দক্ষিণখান মৌজার জমির মালিকগণ অভিযোগ করেন, আশিয়ান সিটির মালিক নজরুল ইসলাম ভূঁইয়া ও তার সহযোগীরা সন্ত্রাসী বাহিনী দিয়ে বহু মানুষের জমি ও বসতবাড়ি দখল করে নিয়েছেন। তারা জোর করে গেইট ও রাস্তা নির্মাণ করে মালিকদের চলাচল এবং নির্মাণকাজে বাধা দিচ্ছেন।

ভুক্তভোগীরা বলেন, “আমরা বংশপরম্পরায় পৈত্রিক ও ক্রয়সূত্রে জমির মালিক। সরকারি অনুমোদন, দলিল, খাজনা ও মিউটেশনের সকল নথি থাকা সত্ত্বেও আশিয়ান সিটির লোকজন সরকারি ও বেসরকারি প্রভাব খাটিয়ে আমাদের জমি দখল করছে। চাঁদা দাবি না মানলে সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে ভাঙচুর ও হামলা চালানো হচ্ছে।”

তারা অভিযোগ করেন, নজরুল ইসলাম ভূঁইয়া গংয়ের সন্ত্রাসীরা আনসার ও পুলিশ পরিচয়ে এসে বাড়িঘর ভেঙে ফেলে, জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এবং জমি ব্যবহার করতে বাধা দেয়। এমনকি বৈদ্যুতিক লাইন, পানির সংযোগ এবং নির্মাণ সামগ্রীর ট্রাক প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে।

ভূমি মালিকরা জানান, চলতি বছরের ৪ আগস্ট রাজউক (RAJUK) আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে চিঠি দিয়ে জানায়— সুপ্রিম কোর্ট কর্তৃক অনুমোদিত ৩৩ একরের বাইরে আশিয়ান সিটির কোনো উন্নয়ন, বিক্রয় বা প্রচার কার্যক্রম চালানো বেআইনি। তবুও নজরুল ভূঁইয়া ও তার সহযোগীরা অননুমোদিতভাবে সাইনবোর্ড ও অনলাইন বিজ্ঞাপন দিয়ে জমি বিক্রির প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যা রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫) এর পরিপন্থী।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, “আশিয়ান সিটির মালিক অতীতে ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় দখলবাজি চালিয়েছে। বর্তমানে আবারও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে আরও বেপরোয়া হয়ে উঠেছে। দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত, আশকোনা ও কাউলা এলাকায় প্রতিদিনই সাধারণ মানুষ তাদের হাতে জিম্মি।”

তারা আরও জানান, পুলিশের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। বরং আশিয়ান সিটি বিপুল অর্থ বিতরণ করে প্রভাবশালী মহলকে ম্যানেজ করছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ভূমি মালিকরা আশিয়ান সিটির মালিক নজরুল ইসলাম ভূঁইয়া ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার, অননুমোদিত প্রকল্পের কার্যক্রম বন্ধ এবং রাজউকের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করেন।

ভূমি মালিকদের অভিযোগ, আশিয়ান সিটির অবৈধ কর্মকাণ্ড রোধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে দক্ষিণখানসহ রাজধানীর আরও বৃহৎ এলাকা দখলবাজদের কবলে পড়বে।

Related Articles

Back to top button