বাংলাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা সহ ভারতীয় মালামাল আটক

মসিয়ার রহমান কাজল,বেনাপোল থেকে: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’ সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকারের মালা মাল আটক করেছে।

আটককৃত মালের মধ্যে রয়েছে ভারতীয় গাঁজা, শাড়ী এবং পোশাক সামগ্রী।আটককৃত মালা মালের মূল্য ৩,০৩,১৫০/-(তিন লক্ষ তিন হাজার একশত পঞ্চাশ) টাকা।

৬ অক্টোবর (২০২৫) সোমবার, বিজিবি’র যশোর ব্যাটালিয়ন(৪৯বিজিবি)এর টহল দল ঘিবা বিওপি বেনাপোল আইসিপি’র সীমান্তে মাদক ও চোরা চালান বিরোধী অভিযান চালিয়ে গাজা সহ এসব মালামাল আটক করে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধি নায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন।তিনি জানান,সীমান্তে বিজিবির আভি যানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

 

Related Articles

Back to top button