মতামত

ব্যর্থ সমাজের প্রতিচ্ছবি

মাখদুম সামি কল্লোল:

জ্ঞান নয়, হুজুগে জাগে মানুষ,
বই-চিন্তা-বিজ্ঞান থাকে অবহেলিত;
সস্তা বিনোদনের আলোয়
বিক্রি হয় রাতারাতি জনপ্রিয়তার জ্যোতি।

দুর্নীতিবাজ হয় রোল মডেল,
অশিক্ষিত হাতে থাকে ভাগ্যের লাগাম;
শিক্ষার চেয়ে টাকার জোরে
সম্মান আর ক্ষমতার মুকুট বসে কপাল সামান।

একটি চিন্তাশীল কণ্ঠের বিপরীতে
হাজার বোকার হাহাকার;
উদ্যোক্তার চেয়ে চাকরিজীবী
পায় সমাজে বড়ো অঙ্কের আদর।

সত্য বলার মানুষের পাশে
কেউ দাঁড়ায় না, কেউ বোঝে না তার ওজন;
তরুণ প্রজন্ম খোঁজে শর্টকাটের সিঁড়ি,
মহৎ স্বপ্নে নেই কোনো প্রহরন।

নির্বোধের ভিড়ে হারায় মূল আলোচনার পথ,
অর্থহীন তত্ত্বে মাতাল হয় দিনরাত;
সবাই সবজান্তা, তবু
সমাধান ফোটে না কোনো জাত।

সমস্যার গভীরে যেতে ভয়—
দোষ চাপানোই সবচেয়ে সহজ কাজ;
এভাবেই গড়ে ওঠে ব্যর্থ সমাজ,
যেখানে ভোর নেই, কেবল অন্ধকারে সাজ।

Related Articles

Back to top button