বাংলাদেশ

ফেসবুক গ্রুপে বাংলাদেশ ব্যাংক, সবুজ দলের মনজুর হুমকি

টাইমস ২৪ ডটনেট : আগামী ৩০ অক্টোবর, ২০২৫ তারিখ বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় সমিতি লিমিটেড, খুলনার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের সবুজ দলের সভাপতি মনজুর রহমান প্রত্যক্ষভাবে হুমকি দিয়ে বাংলাদেশ ব্যাংক পরিবার, খুলনা ফেসবুক গ্রুপে স্ট্যাটাস দিয়েছে—
‘আগামী ৩০-১০-২০২৫ তারিখে খুলনা কো-অপারেটিভ নির্বাচনে বাংলাদেশ ব্যাংক সবুজ দলের বিপরীত প্যানেল ফ্যাসিষ্ট আওয়ামী দোসর হিসাবে ব্যাংকে চিহৃিত হবে। কাজেই সংশ্লিষ্ট সকলকে বিষয়টা ভেবে দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

অফিসের নির্বাচন উপলক্ষে এভাবে পাবলিক প্লাটফর্মে লিখিতভাবে হুমকি দেওয়ার পরে সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মনজুর রহমান শুরুতে ছিলেন নীল দলের নেতা।এরপর সবুজ দলের হয়ে খুলনা অফিসের কাউন্সিলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৭ সাল পর্যন্ত মনজুর রহমান অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, খুলনার সাধারণ সম্পাদক ছিলেন। ৫ আগস্ট, ২০২৪ এর আগে খুলনা অফিসের হলুদ দলের সহ-সভাপতি ছিলেন। আর বর্তমানে সবুজ দলের সভাপতি। তিনি নীল, সবুজ, হলুদ সব দলেই করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জ্যেষ্ঠতার ভিত্তিতে দুই বছর বাইরের অফিসে কাজ করার নির্দেশনা থাকলেও তিনি প্রভাব খাটিয়ে বাইরের অফিসে বদলি হননি। খুলনা অফিসেই ছিলেন। বিগত সরকারের সময়, অসুস্থতা দেখিয়ে দীর্ঘদিন পরপর একদিন অফিসে এসে স্বাক্ষর করতেন। এভাবে তিনি পদোন্নতিও নিয়েছেন। যখন যেখানে সুবিধা, সেখানেই মনজুর রহমান আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাশ বিভাগের একজন কর্মকর্তা বলেন, নীল দল থেকে আতিকুর রহমান ক্লাবের সহ-সভাপতি ছিলেন। বর্তমান কাউন্সিলের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন, সেটাও নীল দল থেকে। এখন তিনি সমবায় সমিতির নির্বাচনে সবুজ দল থেকে সম্ভাব্য সম্পাদক/কোষাধ্যক্ষ প্রার্থী। তিনিও এখন তার থেকে সিনিয়র কর্মকর্তাদের চাকরির ভয়সহ নানারকম ভয়ভীতি দেখাচ্ছেন, যেন ভোটে কেউ না দাঁড়ায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বলেন, ‘সবুজ দলের শাহাবুল ইসলাম তার নিজের ব্যাচমেটকেই নীল দল করার কারণে সাসপেন্ড করার হুমকি দিয়েছেন। আবার ক্যাশ বিভাগে কেউ সবুজ দলের বিপরীতে দাঁড়ালে কল্লা নামায় দিবে বলে সম্ভাব্য প্রার্থীদের হুমকি দিচ্ছে সবুজ দলের প্রার্থী।’

বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসে অরাজনৈতিক ‘নীল’ এবং ‘হলুদ’ দল নামে দুটি সংগঠন আছে। ৫ আগস্টের পর হলুদ দল থেকে এবং নীল দল থেকে কয়েকজন বের হয়ে ‘সবুজ’ দল পুনর্গঠন করে। এখন তারা পূর্বের নীল ও হলুদ দলের সদস্যদের ফ্যাসিস্ট ট্যাগ দেওয়া শুরু করেছে। কর্মকর্তাদের নানা রকম হুমকি ধামকি দিচ্ছেন‌ বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অথচ তারাই এত বছর নীল ও হলুদ দলের ব্যানারে সকল নির্বাচন করেছে এসেছেন।

 

 

 

 

 

 

Related Articles

Back to top button