বাংলাদেশ

সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন চায় সাবেক ছাত্রনেতা ইব্রাহিম কবির মিঠু

নিজস্ব প্রতিনিধঃ সাতক্ষীরা-২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন চাইছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহিম কবির মিঠু। দীর্ঘ দুই দশকের ছাত্ররাজনীতির অভিজ্ঞতা ও রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষার ভিত্তিতেই তিনি এ আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন।

মো. ইব্রাহিম কবির মিঠু সাতক্ষীরার দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকামড়া গ্রামের ছেলে।

২০০৫-০৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন মিঠু। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও তারেক রহমানের দিকনির্দেশনা অনুসরণ করে রাজনীতিতে পথচলা শুরু করেন।

মিঠুর দাবি, ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকার কারণে বহুবার হামলা-মামলা, গ্রেপ্তার, রিমান্ড ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। বিশেষ করে ২০২৩ সালের নভেম্বর মাসে ঢাকায় আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে থাকার সময় বাবার মৃত্যু হলেও প্যারোলে মুক্তি পাননি। “বাবার শেষ দেখাটাও দেখতে পারিনি” বলেন মিঠু।

তিনি আরও জানান, ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিতে গিয়ে একাধিকবার গুলি, টিয়ারশেল, রাবার বুলেট ও প্রশাসনের দমন-নিপীড়নের মুখে পড়েছেন। তবু তিনি দলীয় রাজনীতিতে পিছপা হননি।

২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কথাও উল্লেখ করেন মিঠু। তাঁর ভাষায়, “দল ও দেশের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করেছি। ছাত্রজনতা ও নেতাকর্মীদের সঙ্গে রাজপথে থেকে খুনি হাসিনার বিদায় নিশ্চিত করেছি।”

নিজেকে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিক’ আখ্যায়িত করে মিঠু বলেন, তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি এবং ভবিষ্যতেও করবেন না।

পরিশেষে তিনি তাঁর প্রয়াত বাবা-মায়ের জন্য সবার কাছে দোয়া চান এবং দল, দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Back to top button