topআন্তর্জাতিক

পশ্চিমতীর-জর্ডানের সীমান্ত ক্রসিং বন্ধ করে দিলো ইসরায়েল

টাইমস ২৪ ডটনেট: ফিলিস্তিনের পশ্চিমতীরে ও জর্ডানের মধ্যকার সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। আলেনবি নামে এ ক্রসিংটি উভয় দিক থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ক্রসিংটির কার্যক্রমের দায়িত্বে ছিল ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জানিয়েছে, রাজনৈতিক পর্যায় থেকে নির্দেশনা পাওয়ার পর তারা ক্রসিংটি বন্ধ করে দিয়েছে।ফিলিস্তিনি ক্রসিং ও সীমান্ত কর্তৃপক্ষের প্রধান নাজমি মুহান্না বার্তাসংস্থা ওয়াফা নিউজকে বলেছেন, ইসরায়েল তাদের অবহিত করেছে কাল সকাল থেকে অনির্দিষ্টকাল ক্রসিংটি বন্ধ থাকবে।ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা কর্মকর্তাদের ক্রসিং বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।আর্মি রেডিও আরও জানিয়েছে, সম্প্রতি পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার জবাবে এ সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে কি না। তবে নেতানিয়াহুর দপ্তর থেকে এ ব্যাপারে কোনো জবাব দেওয়া হয়নি।গত সপ্তাহে ক্রসিংটিতে এক ট্রাক চালক গুলি চালিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করেন। এরপর এটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ট্রাক চলাচল বন্ধ করে শুধুমাত্র সাধারণ মানুষের গাড়ি চলাচলের জন্য এটি উন্মুক্ত করা হয়। এরপর ইহুদি নববর্ষের জন্য আবারও ক্রসিংটি বন্ধ করে খুলে দেওয়া হয়।এই সীমান্ত ক্রসিংটি দিয়ে জর্ডান থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ত্রাণ আসত। গত সপ্তাহের হামলার পর থেকে ত্রাণ আসা বন্ধ রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

Related Articles

Back to top button