প্রচারিত ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি মো. মনিরুজ্জামান খান, উপ-মহাব্যবস্থাপক হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত আছি। সাম্প্রতিক সময় গণমাধ্যমে আমার বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ তুলে গত ২০ সেপ্টেম্বর শনিবার আরটিভি ও অন্য সময়ে Bangla affairs-এ সংবাদ প্রকাশিত হলে সেটি আমার দৃষ্টিগোচর হয়। এবিষয়ে আমার বক্তব্য স্পষ্ট, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি ১৯৯৪ সালে বিমান বাংলাদেশ এয়রলাইন্সে কেবিনক্রু হিসেবে যোগদান করি এবং বিমানের প্রচলিত নিয়মানুযায়ী ২০১২ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর অভ্যন্তরীণ চাকুরীর বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি উক্ত বিজ্ঞপ্তির শর্ত ও নিয়ম অনুযায়ী আমি নিজেকে উপযুক্ত মনে করে আবেদন করি। বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যোগ্য মনে করে আমাকে সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে নিয়োগ প্রদান করে। আমি ২০১৭ সালে ব্যবস্থাপক এবং ২০২২ সালে উপ-মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হই। উল্লেখ্য, আমি ১৭ বৎসর ৬ মাস কেবিনক্রু হিসাবে চাকুরী করেছি এবং একই সাথে আমার স্ত্রী এখনও কেবিন ক্রু হিসেবে কর্মরত আছে। দীর্ঘ ৩১ বছরের চাকুরী জীবনে আমাদের বিরুদ্ধে কোন প্রশাসনিক অভিযোগ নাই। আমার অতীত বা বর্তমানে রাজনৈতিক দল বা কোন ট্রেড ইউনিয়নের সাথেও জড়িত বা সখ্যতা ছিল না। অতএব পতিত রাজনৈতিক ব্যক্তিদের সাথে আমাকে জড়ানো সঠিক হয়নি বলে আমি মনে করি। আমাদের উভয়ের অতিকষ্টে অর্জিত সম্পদসমূহ নিয়মিতভাবে ও সঠিক সময়ে অর্জিত মূল্যসহ আয়কর নথিতে উল্লেখ করেছি। তাই আমি মনে করি আমার বিরুদ্ধে প্রচারিত/প্রকাশিত সকল সংবাদ অসত্য ও ভিত্তিহীন। তাই আমি উক্ত সংবাদগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।