topআন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল

টাইমস ২৪ ডটনেট : লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল। দখলদারদের সেনাবাহিনী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ নিজেদের পুনর্গঠনের চেষ্টা চালানোয় লেবানের কয়েকটি জায়গায় হামলা চালানো হবে।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবী মুখপাত্র কর্ণেল আভিচায় আদ্রি এক্সে দেওয়া বিবৃতিতে বলেছেন, “দক্ষিণ লেবাননের বাসিন্দাদের প্রতি জরুরি বার্তা। হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এখানে হামলা চালানো হবে। কারণ তারা এই অঞ্চলে তাদের কার্যক্রম পুনরায় চালানোর চেষ্টা করছে।”

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর তাদের সহায়তা করতে পরেরদিন ইসরায়েলের সীমান্ত এলাকায় বিক্ষিপ্ত হামলা  চালানো শুরু করে হিজবুল্লাহ।

তাদের এ হামলা চালাতে গত বছরের অক্টোবরে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। ওই সময় হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে তারা।

এরপর দুই পক্ষের মধ্যে নভেম্বরে যুদ্ধবিরতি হয়। কিন্তু তা সত্ত্বেও দখলদার ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত ও ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Related Articles

Back to top button