বাংলাদেশ

চরফ্যাশনে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা সম্রাট মুন্না আটক

মীর সাজু ভোলা চরফ্যাশন : ১৭ই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ১১:৩০ মিনিটের সময় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিআরডিবি মোর বিভিন্ন মোটরযান ও মাইক্রোবাস, হোন্ডা সঠিক কাগজপত্র ও লাইসেন্স চেক করার জন্য যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মোঃ কামরুল হাসান মুন্না বয়স (৪৯) কে ৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।এই সমস্ত অবৈধ ইয়াবা ট্যাবলেট ইদানিং কালে চরফ্যাশন উপজেলার বিভিন্ন জায়গায় এই ইয়াবা সম্রাটদের মাধ্যমে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। যুব সমাজকে ধ্বংসে দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে, খোঁজ নিয়ে জানা যায় কামরুল হাসান মুন্না বিগত আওয়ামী লীগ আমলে তিনি যুবলীগের একজন প্রভাব শালী নেতা ছিলেন। সেই পরিচয় আওয়ামী লীগের শাসনামলের ১৭টি বছর ইয়াবা সহ বিভিন্ন মরণ বেদি নেশার সাথে জড়িত ছিলেন। এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, থানা সূত্রে জানা যায়। চরফ্যাশন থানা সেকেন্ড অফিসার মোহাম্মদ হারুন জানান। এছাড়া অভিযানে কাগজপত্র না থাকায় দুটি মাইক্রো,সহ নয়টি মোটরসাইকেল আটক করা হয়। আটকৃত যানবাহনের বিরুদ্ধে,জরিমানা সহ মোট ৬১ হাজার টাকার মামলা দেয়া হয়েছে বলে চরফ্যাশন ট্রাফিক অফিসার মোহাম্মদ নাঈম জানান। সেকেন্ড অফিসার হারুন জানান, মাদক পাচারকারী মুন্নার বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে । এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ইয়াবা সম্রাট মুন্নার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা হবে বলে জানায় ওসি মিজানুর রহমান। পরে তাকে চরফ্যাশন জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানা যায়।

Related Articles

Back to top button