বাংলাদেশ

টঙ্গীতে ৩ মামলায় ফেরারী থাকার পরেও পুলিশ গ্রেফতার করছে না

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন দারাইল এলাকার ভুমিদস্যু মনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় ৭টি মামলা রয়েছে। এছাড়াও উত্তরা পূর্ব থানায় ২টি মামলা রয়েছে। তারমধ্যে হত্যা মামলাও রয়েছে। যার জিআর নং; ১১৬ তাং ২১ আগষ্ট ২০২৪ ধারা ৩০২/৩৪ অন্যটি জিআর নং; ১১৯ তাং ২২ আগষ্ট ২০২৪। বর্তমানে খোকনের বিরুদ্ধে ৩টি মামলাতে ওয়ারেন্ট বের হয়ে আছে। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করছে না।
এই ঘটনায় দৈনিক জনতা’য় একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জকে বদলী করা হয়। তবে নতুন অফিসার ইনচার্জ হারুনর রশিদকে বিস্তারিত অবগত করলে তিনি আসামী গ্রেফতারের বিষয়ে আশ্বাস প্রদান করেন। সন্ত্রাসী খোকনের শিকার হয়ে ভিটেবাড়ী হারানো ও নানাভাবে হয়রানীসহ মারধরের শিকার এবং ভুক্তভোগী সরাফত আলী মামুন তার পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। মামুন শারিরীক নির্যাতনের শিকার হয়ে টঙ্গী হাসপাতালের পুলিশ কেস সার্টিফিকেট নিয়ে গত ১৩ আগষ্ট ২০২৫ ইং একটি মামলা দায়ের করেন। অথচ মামুন আঘাতের শিকার হয় ৯ আগষ্ট আর থানায় ঘুরে ঘুরে মামলা করতে হয় ১৩ আগষ্ট। আবার একই দিনে মামুনের মামলার ৮নং আসামী সুন্দর আলী বাদী হয়ে একটি কাউন্টার মামলা করে তাও আবার আধা ঘণ্টা পরেই সেই মামলা করে। অথচ মার খেয়েছে বা আহত হয়েছে সুমন মিয়া আর আরিফ মিয়া। আবার তাদের পুলিশ কেস সার্টিফিকেটের সিরিয়াল ৬৬১৫/১০ এবং ৬৬১৬/১১ যেখানে মামুনের সিরিয়াল নাম্বার ৬৬২০/১৫। মার খেয়েছে যারা তারা মামলা করেনি; করেছে সুন্দর আলী। তাহলে সুন্দর আলী কেন মামুনের আগে মামলা দিল না। কেন ৪ দিন পরে মামলা দিলো তাও আবার মামুনের মামলা দেয়ার সাথে সাথে।
উল্লখিত সব বিষয়ে বর্তমান অফিসার ইনচার্জ কে অবগত করা হলেও খোকনের গ্রেফতারের কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। গতকাল শনিবার মামুনের বিরুদ্ধে আরিফ অযথা হয়রানি করার জন্য একটি মিথ্যা মামলা রুজু করেছে। খোকন আপন ছোট ভাই আরিফ, ভাতিজা সুমন, ছোট বোন জামাই নাজমুল,আপন ভাগিনা সুন্দর আলী ও রানাকে নিয়ে একটি চক্র বানিয়ে চালিয়ে যাচ্ছে মাদক বিক্রিসহ নানা অপকর্ম। পুলিশকে অবগত করলেও কোন ফলাফল পাওয়া যায়নি। গত সরকারের আমলে প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় যুবলীগের নাম ভাঙ্গিয়ে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামী হয়েও বীরদর্পে চলাফেরা করছে। তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাম্মেল হক জানান, গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। পেলেই গ্রেফতার করা হবে।

Related Articles

Back to top button