বাংলাদেশ

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএ’র পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

মাখদুম সামি কল্লোল:বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কার্যক্রমের ২ সেপ্টেম্বর একটি পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

প্রাথমিকভাবে বিএনপি ওই দিন একটি রেলী করার পরিকল্পনা করেছিল, কিন্তু জনদুর্ভোগ এড়াতে সেই কর্মসূচি বাতিল করে এর পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে খাল পরিষ্কার, বৃক্ষরোপণ ও অন্যান্য পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
সোমবার ২ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএ, জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন এক পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করে।
কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের আশপাশে মতিঝিলে তারা এই পরিচ্ছন্ন কাজ করে এই উদ্যোগকে পরিবেশ ও জনগণের প্রতি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এই কর্মসূচিতে কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, জিয়া পরিষদের অন্যতম সমন্বয়ক ডিজিএম সৈয়দ লেয়াকত হোসেন, এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন সহ ব্যাংকের জাতীয়তাবাদীমনা কর্মকর্তা ও কর্মচারীগণ যোগ দেন।

Related Articles

Back to top button