বাংলাদেশ

চরফ্যাশন আবুগঞ্জ বাজার পুকুরে ডুবে শিশুর মৃত্যু॥ স্বজনদের আহাজারি

মীর সাজু চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন ২বছরের শিশু কন্যা পানি ডুবে মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় উপজেলার আসলামপুর আবুগঞ্জ বাজার এলাকায় মোতাহার সিকদারের নিজ পুকুরে ডুবে শিশুটি মারা যায়। নিহত শিশু মনিয়া লোকমান সিকদারের মেয়ে।
লোকমান সিকদার বলেন,আমি বাজার থেকে এসে ঘরে কাউকে পাইনি,কিছুক্ষণ পরে আমার বউ অন্য পুকুর থেকে গোসল করে এসে বলে মনিরে পাশের ঘর থেকে ডেকে আন ভাত খাওয়াবো। পাশের ঘরে তাকে না পেয়ে দেখতে পায় নিজেদের পুকুর ভেসে আছে। ধারনা করা হচ্ছে আধা ঘন্টার সময়ে উপরে পানিতে পড়েছে। তিনি নিজে পুকুর থেকে মনিয়ার নিথর দেহ উঠায়। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।
ঢাকা থেকে মাও.সাইয়েদ আলী সিকদার বলেন, আমার বড় ভাই’র মেয়ে হলেও আমাদের খুবই আদরের মেয়ে ছিল। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে দোয়া করছি।

Related Articles

Back to top button