বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাখদুম সামি কল্লোল: ৪৮ তম বছরে পা রাখলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরবর্তী নানা ঘটনা প্রবাহের মধ্যদিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেন তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। এরপর ১ সেপ্টেম্বর ১৯৭৮ তারিখে ঢাকার রমনা রেস্তরাঁয় এক সংবাদ সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের (ডান, বাম ও মধ্যপন্থী) নেতাদের একত্রিত করে একটি ‘জাতীয়তাবাদী ফ্রন্ট’ গঠন করেন, যা পরবর্তীকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হিসেবে আত্মপ্রকাশ করে।
৩০শে মে ১৯৮১ তারিখে কিছু বিপথগামী সেনা সদস্যদের হাতে শহীদ হওয়ার আগ পর্যন্ত জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় ছিলেন।
দলের মূল লক্ষ্য ছিল দেশের অর্থনৈতিক অগ্রগতি, সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলা।
তবে প্রতিষ্ঠার পর থেকে নানা ঘাত-প্রতিঘাত সইতে হয়েছে বিএনপিকে। নানা ঘটনার মধ্যদিয়ে ১৯৮৩ সালের ২১শে ফেব্রুয়ারি বিএনপি’র হাল ধরেন তারই সহধর্মিণী খালেদা জিয়া। এরপর বেগম খালেদা জিয়ার দৃঢ়চেতা, আপসহীন ও সুদূরপ্রসারী নেতৃত্বে বিএনপি এগিয়েছে দুর্দান্ত গতিতে। দোর্দণ্ড প্রতাপশালী স্বৈরশাসক মরহুম এরশাদের বিরুদ্ধে লড়াই করে এক দশকের মাথায় ১৯৯১ সালে বিপুল সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পায় বিএনপি। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত।
সেই থেকে প্রতিবছর ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে আসছে তারই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৮ তম বছরে পা রেখেছে বিএনপি। এই উপলক্ষে ছয়দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
কর্মসূচির মধ্যে রোববার আলোচনা সভা করেছে। আজ ভোরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পরে দলটির অঙ্গ সংগঠনগুলো শ্রদ্ধা জানান।
এ ছাড়া এদিন সারা দেশে, মহানগর ও জেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রেলী আয়োজন কর হয়েছে। মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকার নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য রেলী আয়োজন করা হবে। বুধবার ৩ সেপ্টেম্বর দেশের সব উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সব মহানগর, জেলা-উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান হবে। শুক্রবার ৫ সেপ্টেম্বর ঢাকায় একটি গোলটেবিল আলোচনা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র এবং বিএনপি’র পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএ ও কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিবিএ’র সভাপতিত ফয়েজ উদ্দিন আহমেদ জাতীয়তাবাদী ফোরামের অন্যতম সমন্বয়ক কৃষিবিদ সৈয়দ লিয়াকত হোসেন ও সিবিএ’র সাধারণ সম্পাদক মিরাজ হোসেন এবং ব্যাংকের জাতীয়তাবাদীমনা কর্মকর্তা কর্মচারীগণ।