ভোলার চরফ্যাশন হাটে বেচাকেনা হচ্ছে মানুষ

মীর সাজু চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
দরকষাকষি করে ভোলার চরফ্যাশন হাটে বেচাকেনা হচ্ছে মানুষ। প্রাচীন যুগের মত চরফ্যাশন শহরে এই অদ্ভুদ মানুষ বিক্রির হাট মাঝপথে বন্ধ হয়ে গেলেও এখনও আবার চাঙ্গা হয়ে উঠেছে।
চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গেট সংলগ্ন চরফ্যাশন টু ভোলা মহাসড়কের পাশে বিকেল ৩টায় থেকে ৫টায় পর্যান্ত দেড় থেকে দু’শতাধিক মানুষ কেউ খন্ত,কোদাল, এবং বেশির ভাগ মানুষ ব্যাগ হাতে নিয়ে দাড়িয়ে থাকছে। সাপ্তাহে দু’দিন শনি ও মঙ্গলবার মানুষ বেচাকেনার এই হাট বসে। এদিকে গৃহস্থলীরা ওই হাটে এসে কাজের ধরণ বর্ণনা দিয়ে তাদের পছন্দের মানুষগুলো ৩দিন এবং ৭দিনের জন্য কিনে নেন। শফিক জানান,আমার বাড়ি এই হাট থেকে প্রায় ২০কিঃ মিটার দুরে রসুলপুর গ্রামে। ধান রোপন করতে ৭জন শ্রমিক দৈনিক ৮শ’ টাকা ধরে ৭দিনের জন্য কিনে নিলাম। বাজার থেকে আমার কর্মস্থলে নেওয়া পর্যন্ত যাতায়াত এবং খাওয়া ও ঘুমানো এবং বিড়ি খেলে সকল কিছু আমার বহন করতে হবে। ৭দিনের মধ্যে কাজ শেষ হলে তাদের টাকা হিসাব করে দিলে তারা চলে যাবে।
রফিক মাষ্টার বলেন, আমার ১জন শ্রমিক লাগবে। ওই শ্রমিক বড় বড় গাছে উঠে গাছ টেংঙ্গানোর অভিজ্ঞতা থাকতে হবে তাদের দর একটু বেশি প্রায় ১হাজার টাকা।
শ্রমিক জামাল উদ্দিন বলেন,পেটের দায়ে হাটে আসছি। দৈনিক ৭টাকা মুলায়, ৮শ’টাকা হলে কাজে যাবো।
চরফ্যাশন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিল আকতারুল আলম সামু বলেন, সকল সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগলেও যুগযুগ ধরে মানুষ বেচাকেনা হাটের কোন পরিবর্তন হয়নি। কাজের এই মানুষগুলো বিকেল ৩টা থেকে ৫টায় পর্যন্ত দাড়িয়ে থাকতে হয়। তিনি জানান, এক থেকে দেড়’শ লোক বেচাবিক্রি হয়, বাকি ৪০/৫০জনের মত শ্রমিক খালিহাতে তারা বাড়ি ফিরে যেতে হয়।