বাংলাদেশ

বেনাপোলে জামায়েত ইসলা‌মীর গন সমাবেশ অনুষ্ঠিত

মসিয়ার রহমান কাজল বেনাপোল থেকে: যশোরের সীমান্তবর্তী স্থল বন্দর বেনাপোল পৌর কমিটির আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইস লামীর এক গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেনাপোলপৌর কমিটির সভাপতি হযরত
মাওলানা মো:রিয়াছাত আলী সভাপতিত্বে শনিবার (৩০ আগষ্ট ) বিকাল ৩ টায় বেনাপোল বহুমূখী বিদ্যালয় প্রাঙ্গণে এ গন সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর কমিটির সেক্রেটারী নুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান কেন্দ্রীয় কর্ম পরিষদ
সদস্যও যশোর-৮৫,শার্শা-১,গণমানুষের নেতা এবং মনোনীত এমপি প্রার্থী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মাওলানা হাবিবুর রহমান জেলা নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা,অধ্যাপক গোলাম কুদ্দুস সহকারী সেক্রেটারি,বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা,হযরত মাওলানা রেজাউল করিমসহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর রেজাউল ইসলাম থানা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখা, হযরত মাওলানা ইউসুফ আলী থানা সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখা।

সমাবেশে প্রধান অতিথি বলেন আমরা এমন একটি বাংলাদেশ চাই—যেখানে মানুষের ভোটা ধিকার থাকবে,ন্যায়বিচার থাকবে।শান্তিপূর্ণ,গণতান্ত্রিকএবং ইসলাম পন্থী আন্দোলনের মধ্য দিয়েই এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।বাংলাদেশ জামায়াত ইসলামী সকল ধর্ম-বর্ণ ও গোষ্ঠীর শান্তিকে বার্তা দিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করছে।সেদিকে লক্ষ রেখে এজন পদকে রক্ষা কর তে হবে।তিনি আরো বলেন ফ্যাসিবাদ সরকারের মাধ্যমে আয়না ঘর, গুম, হামলা মামলা চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। পিআর পদ্ধতি মাধ্যমে সরকার গঠন করতে পারলে সেখানে বিরোধী দিল থাকবে ও সরকার গঠন করলে ফ্যাসিবাদ সরকার ব্যবস্থা তাহলে আর কায়েম করতে পারবে না। অপশক্তি আইন গুলো তৈরি করতে পারবে না। তাই পিয়ার পদ্ধতির বিকল্প কিছুই নাই। জামাত চাই নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় ১৮ কোটি মানুষের অধিকার। নাগরিক অধিকারও সম্মান করতে। দেশটাকে সমৃদ্ধ শান্তির দেশে পরিণত করতে। যদি আমি মানুষের খেদ মতে সুযোগ পাই তাহলে দুর্নীতি মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। নারীরা যেন সম্মানের সাথে থাকতে পারে নিরাপদ চলাফেরা করতে পারে, এই পরিবেশ গড়ে তুলবো। সরকারি খাল এবং নদী অবৈধভাবে দখল মুক্ত করব এবং বন্যাত্য এলাকার স্থায়ী সমাধানবের করব।দুর্নীতি,সন্ত্রাস চাঁদাবাজি মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো।

এছাড়া সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেদী হাসান,বেনাপোল পোর্ট থানা শাখা কমিটির সভাপতি।মাওলানা মো:ইলিয়াস হোসেন,বেনাপোলে বিশিষ্ট ব্যবসায়ি জনাব মতিয়ার রহমান মুজিবর রহমান ইয়াকুব আলি উচমানগনি বাজারের বিশিষ্ট ব্যাবসায়ি প্রমুখ।

সমাবেশটি সফল করতে বেনাপোল পোর্ট থানা শাখা কমিটি,ও বেনাপোল পৌর শাখার ৯টি ওয়াড কমিটির বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা কর্মী মিছিলে অংশ নেয়।

 

Related Articles

Back to top button