বাংলাদেশ

খিলক্ষেতে মন্দিরের জমি হস্তান্তর: ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করল রেলপথ মন্ত্রণালয়

এস.এম.নাহিদ:ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খিলক্ষেত এলাকার হিন্দু সম্প্রদায়ের মন্দিরের জমি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিল বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়। ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতির নজির স্থাপনকারী এই উদ্যোগে মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় সুধীজনের মাঝে দেখা দেয় স্বস্তির আবহ।

২৭শে আগষ্ট বুধবার রেল মন্ত্রালয়ে জমি হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ফাওজুল কবির খান-উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়,অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার-উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,ড.আ ফ খালিদ হোসেন-উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়,ড.শেখ মইনুদ্দিন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, রেলপথ মন্ত্রণালয়, জনাব মো.শফিকুল আলম- প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং জনাব মোহাম্মদ ফাহিমুল ইসলাম- সচিব, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি, খিলক্ষেত থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই জমি হস্তান্তরের মাধ্যমে সরকারের ধর্মীয় সহিষ্ণুতা ও সকল সম্প্রদায়ের প্রতি সমান সম্মান প্রদর্শনের অবস্থান আবারও স্পষ্ট হলো। স্থানীয়দের মতে, এ উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে।

Related Articles

Back to top button