বাংলাদেশ কনস্যুলেটে হামলা-ভাংচুর, ২০ জনকে চিহ্নিত করে অভিযোগ

নিউইয়র্ক থেকে সোহেল হোসাইনঃসম্প্রতি নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলার অভিযোগে ২০ জন নেতার নাম মার্কিন পররাষ্ট্র দফতরে দাখিল করা হয়েছে। আওয়ামীলীগের এই ২০ নেতার নামে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে নিউইর্য়কের বাংলাদেশ কনস্যুলেট । এছাড়া সিটির মেয়র অফিসের আন্তর্জাতিক কমিশনের কাছেও অভিযোগ দাখিল করা হয়েছে।
হাইকমিশন, দূতাবাস ও কনস্যুলেট নিয়ে ভিয়েনা কনভেনশনের আন্তর্জাতিক আইনে নিরাপত্তা বিধানের দায়িত্ব থাকে সংশ্লিষ্ট দেশগুলোর। উক্ত আইনের আলোকে কনস্যুলেটে হামলার তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ । মেয়র অফিস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিযোগ পাওয়ার পরপরই বাংলাদেশ কনস্যুলেট অফিসে যোগাযোগ করেছে। উক্ত ঘটনার ভিডিও ক্লিপসহ প্রায় ২০ জনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দাখিল করা হয়েছে।
নিউইয়র্ক কনস্যুলেট অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে্য ২৪ আগস্ট রবিবার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের তথ্যও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্ঠা মো. মাহফুজ আলম প্রধান অতিথি ছিলেন । এত বাংলাদেশী শিক্ষার্থীসহ কমিউনিটির প্রায় দেড় শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানের পূর্বেই বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অনুরোধে নিউইয়র্ক সিটি পুলিশ কনস্যুলেটের আশেপাশে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়, কনস্যুলেট জেনারেলে আয়োজিত মতবিনিময় সভা পন্ড করার উদ্দেশ্যে এবং প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে বিকাল ৫টা থেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন নেতা-কর্মীরা বাংলাদেশ কনস্যুলেটের সামনে অবস্থান নেয় । এমনকি বাংলাদেশ সরকার বিরোধী স্লোগান এবং গালাগাল করেছে তারা। একপর্যায়ে তারা অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদের ধাওয়া করে অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দানের পর ক্ষান্ত না হয়ে তাদের উপর ডিম নিক্ষেপ করেন এবং অত্যন্ত ন্যক্কারজনকভাবে কনস্যুলেটের প্রবেশপথের কাঁচের দরজা ভেঙে ফেলেন। পুলিশ দুষ্কৃতকারীদের বাধা প্রদান করে এবং কয়েকজনকে আটক করে।
এদিকে এ ঘটনার ব্যাপারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে জানান, আমরা কোনো হামলা/ভাংচুর করিনি। বরং কলস্যুলেটের ভেতর থেকে লোকজন এসে আমাদের উপর হামলা করেছে। আমরা ৫ আগস্টের মিটিকুলাস ডিজাইনার মাহফুজ আলমের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করতে গিয়েছিলাম । বাংলাদেশ কনস্যুলেট আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ।