topআন্তর্জাতিক

গাজায় অনাহারে মৃত্যু বেড়ে ৩০৩, শিশু ১১৭


টাইমস ২৪ ডটনেট: গাজায় অনাহারে মৃত্যু বেড়ে ৩০৩, শিশু ১১৭গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে খাবার বিতরণকেন্দ্রের কাছে হতাশায় এক নারী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও তিন জনের প্রাণ গেছে। এ নিয়ে অনাহারে মোট প্রাণহানি ৩০৩ জনে দাঁড়াল।এর মধ্যে ১১৭ জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৭৫ জন। এর মধ্যে ১৭ জনই ছিলেন ত্রাণপ্রত্যাশী।


এদিকে মঙ্গলবার সকালে দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় সাংবাদিক, চিকিৎসক ও রোগীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে আল জাজিরার ফটোগ্রাফার মোহাম্মদ সালামাসহ পাঁচজন সাংবাদিকও রয়েছেন।হামলার পর হাসপাতালের সেবা বন্ধ হয়ে যায়, ফলে আহতদের উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে। এ নিয়ে কানাডা, মিশর, ইরান ও সৌদি আরবসহ একাধিক দেশ নিন্দা জানিয়েছে।

হাসপাতালে হামলাকে তেহরান যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে।আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক সংস্থা যেমন ডক্টরস উইদাউট বর্ডারস ও ফরেন প্রেস অ্যাসোসিয়েশন এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে। তারা বলেছে, চিকিৎসক, সাংবাদিক ও সাধারণ মানুষের ওপর সরাসরি হামলা চালানো হয়েছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে দুঃখজনক দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৬২ হাজার ৮১৯ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৬২৯ জন আহত হয়েছেন।

Related Articles

Back to top button