
টাইমস ২৪ ডটনেট: ইসরায়েল-গাজার যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে ইয়েমেনে। দেশটির রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। এ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।কাতার-ভিত্তিক সংম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সানায় তেল স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাদের দাবি, তারা একটি সামরিক কমপ্লেক্সে থাকা প্রেসিডেন্সিয়াল প্যালেস টার্গেট করেছে। তবে হুথি বিদ্রোহীরা বলছেন, প্রাসাদটি দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল এবং হামলাটি বেসামরিক অবকাঠামোয় চালানো হয়েছে।হুথি-সমর্থিত আল মাসিরাহ টেলিভিশন জানায়, হামলায় ছয়জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন। হামলার পর শহরের বিভিন্ন স্থানে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।ইসরায়েলি সেনারা জানিয়েছে, হুথি সন্ত্রাসীদের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার জবাব দিতেই তারা এই অভিযান চালিয়েছে। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের আক্রমণ চলবে।হুথি নেতা মোহাম্মদ আল-বুখাইতি বলেন, ইসরায়েলের আগ্রাসন আমাদের থামাতে পারবে না। গাজার প্রতি সমর্থনে আমরা যেকোনো ত্যাগ স্বীকার করব। অন্যদিকে হামাস একে আরব সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।