বাংলাদেশ

সাতক্ষীরায় ৫টি সংসদীয় আসনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

টাইমস ২৪ ডটনেট : সাতক্ষীরা জেলায় পুনরায় ৫টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ সাতক্ষীরা জেলাবাসী এবং আশাশুনি উপজেলা সমিতি, ঢাকার যৌথ উদ্দ্যেগে সাতক্ষীরা জেলাকে ২০০৬ সালের পূর্বের ন্যায় পাচঁটি সংসদীয় আসনের দাবিতে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

আশাশুনি উপজেলা সমিতি, ঢাকার সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম (শফিক)’র পরিচালনায় ও জামায়াতে ইসলামী বাংলাদেশের আশাশুনি উপজেলার শাখার নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতজার সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম।

এসময় প্রধান অতিথি বলেন, সাতক্ষীরা জেলার সংসদীয় আসন ২০০৬ বিলুপ্ত করে ২০০৮ সালে নতুন সীমানা নির্ধারণ করে অর্থাৎ ২০০৮ সালের পূর্বে সংসদীয় আসন ছিল পাচঁটি। ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক দুরভীসন্দ্বীমূলক উদ্দেশ্যে সাতক্ষীরার ভোট চুরির সুাবির্ধাতে উক্ত আসনের ভোটারদের স্বার্থ বিবেচনা না করে সাতক্ষীরা জেলা কে পাচঁটি আসনের পরিবর্তে চারটি আসন করেন। বর্তমানে দায়িত্ব প্রাপ্তদের মধ্যে ফ্যসিস্টেদের প্রেতাত্মা ভর করে তা আরো খারাপ ভাবে বিন্যাস্ত যা শ্যামনগর-আশাশুনী উপজেলা সহ সাতক্ষীরাবাসী মানে না। তিনি ২০০৮ সালের পূর্বের ন্যায় তিনি সাতক্ষীরায় পাচঁটি আসনের জোর দাবি করেন। শ্যামনগর ও আশাশুনী পূর্বে দুটি আসন ছিল যাহা বহাল রেখে উপকূলীয় অনুন্নয়ন, দুর্যোগ প্রবন ও নদী ভাঙ্গন ও লবণাক্ত প্রবণ এলাকা হওয়ায় উক্ত দুটি আসন পূর্বের ন্যায় পুন: বহাল রাখার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

এই দাবি সমর্থনে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সহ-সভাপতি মোঃ শামছুল আলম, সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের আহ্বায়ক ইকবাল মাসুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম, সাতক্ষীরা জেলা মানবাধিকার ও ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সোবাহান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির চেয়ারম্যান এ্যাডভোকেট লৎফুর রহমান, আন্তর্জাতিক আইনও শালিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ মোখলেছুর রহমান, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোঃ আমিনুর রহমান মিনু, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সাংবাদিক আলতাফ হোসেন, ব্যাংকার মোঃ কাজী সিদ্দিকুর রহমান ও আদর্শ সমাজ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শাহ আলম বাদশাসহ আরো অনেকে।

Related Articles

Back to top button