বাংলাদেশ

বিজ্ঞান ভিত্তিক মাদকবিরোধী পদক্ষেপ গ্রহণের দাবিতে তারুণ্যের সমাবেশ

টাইমস ২৪ ডটনেট : বিজ্ঞান ভিত্তিক মাদকবিরোধী পদক্ষেপ গ্রহণের দাবিতে “মাদকবিরোধী তারুণ্যের সমাবেশ” শীর্ষক একটি যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর ১ টায় আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং-এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের যোগাযোগ কর্মকর্তা তরিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে গ্লোবাল ইয়ুথ ডিক্লারেশন অন প্রিভেনশন, ট্রিটমেন্ট অ্যান্ড রিকভারি-২০২৫ ঘোষণাপত্র উপস্থাপনা করেন ইয়ুথ ফোরামের সমন্বয়কারী মারজানা মুনতাহা। এই ঘোষণাপত্রটি একটি বৈশ্বিক মাদক বিরোধী যুব আন্দোলনের প্রতিচ্ছবি।

ঘোষণাপত্রটি সর্বপ্রথম ১২ মার্চ ২০২৫ তারিখে ৬৮তম কমিশন অন নারকোটিক ড্রাগস (সিএনডি)-এর অধিবেশনে ভিয়েনা শহরে অনুষ্ঠিত ড্রাগ ফ্রি আমেরিকা ফাউন্ডেশনেট একটি সাইড ইভেন্টে ঘোষণা করা হয়। এটি গ্লোবাল ইয়ুথ কোর গ্রুপ দ্বারা প্রণীত, যা বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের অভিজ্ঞতা ও মতামতের প্রতিনিধিত্ব করে।

ঢাকায় অনুষ্ঠিত এই সমাবেশে ইয়ুথ ফোরাম জোর দিয়ে বলেছে যে, স্থানীয় উদ্যোগও এই বৈশ্বিক আন্দোলনেরই অংশ। গ্লোবাল ইয়ুথ ডিক্লারেশনকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ ও বাস্তবায়ন করার জন্য ফোরামটি নীতিনির্ধারক ও সমাজের সকল স্তরের প্রতি আহ্বান জানায়।

ইয়ুথ লিডার আবু ফয়েজ বলেন “আমরা শুধু মাদকবিরোধী স্লোগানে বিশ্বাস করি না, আমরা চাই বাস্তবসম্মত ও কার্যকর ব্যবস্থা—যা তরুণদের জীবনকে বাঁচাবে।”

শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন “মাদক থেকে মুক্ত থাকতে হলে আমাদের প্রয়োজন সহানুভূতিশীল চিকিৎসা, বিজ্ঞান ভিত্তিক প্রতিরোধ এবং সবার অংশগ্রহণে গঠিত একটি সহনশীল সমাজ।”

ইয়ুথ অ্যাকটিভিস্ট মাথরি সান বলেন “মাদক সমস্যার সমাধান আর আবেগ দিয়ে নয়, হতে হবে গবেষণা নির্ভর এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে। আমরা সেই পরিবর্তনের দাবিদার।”

সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিজ্ঞান ভিত্তিক প্রতিরোধ, চিকিৎসা ও রিকভারি কর্মসূচি গ্রহণের দাবি জানায়।

সবশেষে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং বিশ্বাস করে, তাদের কণ্ঠ ও পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের তরুণেরা বৈশ্বিক তরুণ সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিজ্ঞান ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক মাদক প্রতিরোধ, চিকিৎসা ও রিকভারি উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে।

 

Related Articles

Back to top button