বাংলাদেশ

যশোর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণ,মাদকদ্রব্য সহ কোটি টাকার ভারতীয় মালামাল আটক করেছে

মসিয়ার রহমান কাজল বেনাপোল থেকে :যশোর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ০১জন আসামী সহ স্বর্ণ,মাদকদ্রব্যওবিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে।

বিজিবি’র যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবি,র টহলদল,বুদবার১৯ আগস্ট২০২৫ তারিখে বেনাপোল বিওপি,বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ০১ জন আসামী সহ স্বর্ণ, বিদেশী মদ, শাড়ী, থ্রি-পিচ, কম্বল,মোবাইল,নগদ টাকা,গাড়ির পাতি সেট ও পোশাক সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য১,০৯,৪৬,৯৬৮ এককোটি নয় লক্ষ ছেচল্লিশ হাজারনয়শত আটষট্টি টাকা।

এব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী,এসপিপি পিএসসি জানান,দীর্ঘদিনযাবত অস্ত্র,স্বর্ণ রূপা,মাদক,ডলার,রুপি,হুন্ডি চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্প না-অনুযায়ী গোয়েন্দা তৎপরতা আভি যানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

Related Articles

Back to top button