
টাইমস ২৪ ডটনেট : বার্লিনে একটি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জার্মানি পূর্ব শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সংগঠনের সদস্য সচিব মোঃ ইব্রাহীম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন জার্মানি স্বেচ্ছাসেবক দল পূর্ব শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মানির সাবেক সভাপতি আকুল মিয়া ও প্রধান বক্তা ছিলেন সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান,সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী সুরুজ,সাবেক সহ-সভাপতি অপু চৌধুরী।
বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসিম সিকদার,স্বেচ্ছাসেবক দল জার্মানি পূর্ব এর ১নং যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,২নং যুগ্ম আহবায়ক জাকের হোসেন,এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ ওযায়ের আহমেদ পলাশ,সুজন সামাদি, মুহাইমিনুল ইসলাম মিশু, সাজ্জাদ হোসেন আলিফ মোল্লা,রাজিবুল হোসেন,যুবদল নেতা রুহেল আমিন,একরাম হোসেন,মোঃ রিদোয়ান সহ জাতীয়তাবাদী দল,স্বেচ্ছাসেবক ও যুবদলের নেতৃবৃন্দ।