
এস.এম. নাহিদ:রাজধানীর খিলক্ষেত বেপারীপাড়ায় মাদকের জমজমাট আসর গুঁড়িয়ে দিয়েছে যৌথবাহিনী। বরিশাইল্যা বাড়ির নিচে মাদক কেনাবেচার সময় অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২০০ পিস ইয়াবা।
গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট, সোমবার সন্ধ্যার পর যৌথবাহিনীর একটি দল হঠাৎ হানা দেয় বরিশাইল্যা বাড়ির নিচে। অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। অভিযানে আটক হয় জুয়েল, মামুন ও ইতি আক্তার।
গ্রেপ্তারের পর তাদের প্রথমে নেওয়া হয় পূর্বাচল আর্মি ক্যাম্পে। পরে তিনজনকে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ১৪)।
অভিযানকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই অভিযান চলবে নিয়মিত, যতক্ষণ না পুরো এলাকাকে মাদকমুক্ত করা যায়। স্থানীয়দের দাবি – এই চক্রের পেছনে থাকা রাঘববোয়ালদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক।