
স্পোর্টস ডেস্ক: ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন শুবমান গিল, আর ফিরেই পেলেন নেতৃত্বের ভূমিকা। ২৫ বছর বয়সী এই ওপেনারকে এশিয়া কাপ ২০২৫-এর জন্য সহ-অধিনায়ক করা হয়েছে।
শেষ সিরিজে (ইংল্যান্ডের বিপক্ষে) সুযোগ না পেলেও এবার তিনি অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের সঙ্গে ফ্রন্টলাইন ওপেনার হিসেবে থাকছেন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ১৫ সদস্যের দলে।
যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ার এবার দলে নেই। তবে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জায়গা করে নিয়েছেন জিতেশ শর্মা। অভিষেক ও স্যামসনের দারুণ ফর্মের কারণে গিলের জায়গা নিয়ে প্রশ্ন উঠলেও, আইপিএল ২০২৫-এ ৬৫০ রান ও ১৫৫.৮৭ স্ট্রাইক রেটের দারুণ পারফরম্যান্সে এবং গুজরাট টাইটান্সকে প্লে-অফে তুলতে নেতৃত্ব দিয়ে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। কয়েকদিন আগেই ইংল্যান্ডে ভারতের টেস্ট সিরিজে অধিনায়কত্বও করেছিলেন তিনি।
ফিরেছেন জসপ্রিত বুমরাহও, যিনি গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেরা খেলোয়াড় হয়েছিলেন। তিনি আসছেন মোহাম্মদ শামির জায়গায়। পেস বিভাগে বুমরাহর সঙ্গে থাকছেন অর্শদীপ সিং, হর্ষিত রানা ও হার্দিক পাণ্ডিয়া। স্পিন আক্রমণে থাকবেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। পার্ট-টাইম অপশন হিসেবে আছেন অভিষেক।
ইংল্যান্ড সিরিজে থাকা ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডি, রবি বিষ্ণোই ও ধ্রুব জুরেল এবার দলে নেই। তবে শিবম দুবে ও ঋতুরাজ সিংহ জায়গা ধরে রেখেছেন। এতে ধারণা করা হচ্ছে, ভারতের খেলায় হয়তো একজন কম অলরাউন্ডার নিয়ে নামবে।
আটবারের এশিয়া কাপ জয়ী ভারত তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।
ভারত দল (১৫ জন)
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (ভাইস–অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, ঋতুরাজ সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, বরুণ সিভি, জসপ্রিত বুমরাহ।
স্ট্যান্ডবাই: প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়াল।