বাংলাদেশ

খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)

মাখদুম সামি কল্লোল: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)।
রবিবার ১৭ আগস্ট বাদ জোহর কৃষি ব্যাংক মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয়তাবাদীমনা অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহা, খালেদুজ্জামান বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক আবু সাঈদ মোঃ রওশানুল হক, জাতীয়তাবাদী ফোরামের সমন্বয়ক সৈয়দ লেয়াকত হোসেন সিবিএ এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন।
মিরাজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ব্যাংক মসজিদের খতিব, এসময় বক্তারা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ও খালেদা জিয়ার দেশের প্রতি তার ভালোবাসা এবং দেশের উন্নয়নে তার অবদানের কথা উল্লেখ করেন।
দেশের প্রথম ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া ও তার পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল দোয়া করা হয়। সব শেষে খিচুড়ি বিতরণ করা হয়।

Related Articles

Back to top button