বাংলাদেশ

চর নাংলা গ্রামবাসী চরম দূর্ভোগে

মোঃ হাবিবুর রহমান : জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর নাংলা (পূর্ব) গ্রামের এই ব্রীজটি গ্রামবাসী স্ব-উদ্দ্যোগে তৈরী করেছিল। বিগত অনেক বছর ধরেই সরকারের কাছে এই এলাকার হাজারো মানুষের একান্ত প্রানের দাবী ছিল এখানে এই ব্রীজটি নির্মান করাে দেয়ার। বহু অপেক্ষার পরে এলাকাবাসী বাধ্য হয়ে কাঠের এই ব্রীজটি নির্মান করে। বর্তমানে পানি বেড়ে যাওয়াতে পানিতে ভেসে প্রচুর কচুরীপানা এসে ব্রীজটির বাঁশের খুঁটিগুলো ভেঙ্গে যাওয়ার উপক্রম হওয়াতে অদ্য ১৬ই আগষ্ট সকাল থেকেই এলাকাবাসী একত্রিত হয়ে কচুরিপানা উত্তোলন করা শুরু করে। উক্ত ব্রীজটি আশে পাশের ৮ টি গ্রামের হাজার, হাজার মানুষের যাতায়াতের একমাত্র সংযোগ স্হান। ব্রীজটি দিয়ে মটর সাইকেল যোগে হাজারো মানুষ যাতায়াত করিতেছে। এই ব্রীজটির কারনে দৈনিক হাজর হাজার মানুষের চরম ভোগান্তিতে পড়তে হয়। অসহায়,দরীদ্র গ্রামবাসী সরকারের কাছে বিনিতভাবে অনুরোধ জানান  যেন এই ব্রীজটি নির্মাণ করে তাদের চীর কৃতজ্ঞ করিবেন।

Related Articles

Back to top button