ফুলবাড়ীয়ার এ কে এম হেলাল উদ্দিন মাস্টার না ফেরার দেশে

মো. আ. জব্বার : ফুলবাড়ীয়া উপজেলার চৌদার মধ্যপাড়া নিবাসী মরহুম সাবের আলী মুন্সির ৩য় ছেলে, চৌদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মঞ্জুরুল হক এর পিতা, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এ কে এম হেলাল উদ্দিন (৮০) বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯.০০ ঘটিকায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরদিন শুক্রবার বেলা ২ ঘটিকায় মরহুমের নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মরহুমের জানাযা নামাজে বক্তব্য রাখেন আলহেরা একাডেমি (উচ্চ বিদ্যালয়) এর প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ, হাসপাতাল রোডস্থ গ্রামীণ সাথী ডায়াগনোস্টিক সেন্টারের স্বত্তাধিকারী মো: সাইদুর রহমান সাদেক, পরিবারের পক্ষে কথা বলেন মরহুমের বড় ছেলে অবসরপ্রাপ্ত ব্র্যাক কর্মকর্তা এ.কে.এম. হাসান সোহরাওয়ার্দী, জানাযা নামাজে ইমামতি করেন মরহুমের নাতি মো. শফিউল আলম।
তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখেগেছেন।
মরহুম এ.কে.এম. হেলাল উদ্দিন ১৯৭২ সালে ইচাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০০৪ সালে চৌদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে থেকে অবসর গ্রহণ করেন।
শোক প্রকাশ: এ.কে.এম. হেলাল উদ্দিন এর মৃত্যুতে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, ফুলবাড়ীয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, ফুলখড়ি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মো: নূরুল ইসলাম খান, সাংবাদিক মো. আ. জব্বার পৃথক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।