
মীর সাজু, চরফ্যাশন(ভোলা) থেকে : ভোলার চরফ্যাশনে চাঁদা না দেয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত এবং তাদের বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ বাবুল গংদের বিরুদ্ধে।
বুধবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড চরকচ্ছপিয়া গ্রামের নাসির মুন্সির বাড়িতে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন-বাড়ির মো. নাসির মুন্সি (৬০) এবং তার পুত্রবধু অন্তঃসত্ত্বা রিনা বেগম (২৬) অন্তঃসত্ত্বা মেয়ে আছমা বেগম (৩৫) স্ত্রী মাকসুদা বেগম (৫৫) ছেলে সালাউদ্দিন (৩০)। তারা গুরুতর আহত হয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
হামলাকারীরা হলেন-একই বাড়ির মো.মোস্তফা মুন্সির ছেলে মো.বাবুল (৪০) ও তার স্ত্রী মাহিনুর বেগম (৩৮) তার ছেলে সোহাগ (৩০) মা আনোয়রা বেগম (৫৮)।
হাসপাতলে চিকিৎসাধীন মো. নাসির মুন্সি বলেন, আওয়ামীলীগ পতনের পর আমাদেরকে আওয়ামীলীগ দোসর আখ্যায়িত করে প্রতিপক্ষ বাবুল মুন্সী নিজেকে বিএনপি নেতা দাবি করে সম্প্রতি আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। সেই চাঁদার টাকা না দেওয়ায় বুধবার সকালে আমার ছেলে সালাউদ্দিন আমার গাছের নারিকেল পাড়তে গেলে তাকে একা পেয়ে গাছের ঘোড়ায় পূর্বপরিকল্পিতভাবে হামলা ও মারধর করেন। পরে তার ডাক-চিৎকারে আমি সহ ছেলের অন্তঃসত্ত্বা স্ত্রী রিনা বেগম এবং আমার মেয়ে আছমা বেগম ও আমার স্ত্রী মাকসুদা বেগম আগাইয়া গেলে আমাদের সবাইকে প্রতিপক্ষ বাবুলের নেতৃত্বে ১০-১৫ জনে মিলে আমাদের ওপর হামলা ও মারধর করেন। এবং আমাদের বাসাবাড়িতে হামলা করে আসবাবপত্র ভাঙচুর করে জমি কেনার ১০ লাখ টাকা হাতিয়ে নেন।
তিনি আরও বলেন, আমরা আহত অবস্থায় মাটিতে পড়ে থাকলে পরবর্তীতে স্থানীয়দের সহয়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হলে গণস্বাস্থ্য কেন্দ্রের মোড়ে দ্বিতীয় দফায় আমাদের ওপর হামলা ও মারধর করেন বাবুল গংরা। এবং সেখানেx এম্বুলেন্সে দুই ঘন্টা আটকিয়ে রাখেন তারা। আমরা গুরুতর আহত হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছি। এবং এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাকলুকুর রহমান জানান, মারপিটের ঘটনায় দুই অন্তঃসত্তা নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে আমরা তাদের সকল চিকিৎসা প্রদান করছি।
অভিযুক্ত বাবুলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় c
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল হক ভুঁইয়া বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।