বাংলাদেশ

ফুলবাড়িয়ায় সাংবাদিক তুহিনের কবর জিয়ারত করলেন ইউএনও

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো. আ. জব্বার : গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করেছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম।
সোমবার (১১ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে উপজেলার পূর্ব ভাটিপাড়া এলাকায় সাংবাদিক তুহিনের বাড়িতে তার পারিবারিক কবরস্থানে নিহতের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
পরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পিতা, মাতা ও পরিবারের সাথে কথা বলেন এবং মহান আল্লাহ তায়ালার সিদ্ধান্ত মেনে নিয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় তুহিনের দুই সন্তানদের কোলে তুলে নেন তিনি।
পরে সাংবাদিকদের সাথে নিয়ে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মায়ের হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার প্রদান করেন মোহাম্মদ আরিফুল ইসলাম। এসময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
পরে ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সদস্য স্বপরিবারে হামলায় আহত সাংবাদিক ড. জাহাঙ্গীর আলমকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খুঁজ নেন মোহাম্মদ আরিফুল ইসলাম। পাশাপাশি হাসপাতালের অন্যান্য ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের চিকিৎসা সেবার খবর নেন তিনি।
এসময় ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সহ সভাপতি আবুল কালাম, নজরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button