
এস.এম.নাহিদ:খিলক্ষেতে অটোরিকশা চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে ১০ই আগষ্ট রবিবার সেনাবাহিনীর পরিচালিত সাঁড়াশি অভিযানে সাইদুল ইসলাম ওরফে সমাজ (৪৮) এবং তার দুই সহযোগী মো. সাইফুল ইসলাম (৫৮) ও কাঞ্চন খান (৫৫)-কে চাদার ২৩,৪০০/- টাকা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।এসময়ে তাদের কাছ থেকে চাঁদা আদায়ের বিস্তারিত তালিকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা যে তালিকা দিয়েছে, তাতে অন্তত ১৭ জন স্থানীয় রাজনৈতিক নেতা ও কর্মীর নাম উঠে এসেছে। এই তালিকায় উল্লেখ রয়েছে – খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক ফজলুর জন্য বরাদ্দ ছিল ১০,০০০/- টাকা, বিএনপি কর্মী মারফতের জন্য ১০,০০০/-টাকা, যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ারের জন্য ৫,০০০/- টাকা, থানা সেক্রেটারি স্বপনের নামে ১০,০০০/- টাকা এবং বিএনপি কর্মী আক্তারের জন্য ৫,০০০/- টাকা।
গ্রেপ্তারের পর আসামিদের খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চাঁদাবাজিসহ অবৈধ কর্মকাণ্ড দমনে অভিযান অব্যাহত থাকবে।