বাংলাদেশ

যশোর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল সহ তিন জন আটক

মসিয়ার রহমান কাজল,বেনাপোল:যশোর সীমান্তে বিজিবিসদস্যরা মাদকদ্রব্য ও চোরাচালানী বিরোধি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল সহ তিন জনকে আটক করেছে।

আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬),একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম(২৪)।ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মধুপুর গ্রামের আমির হোসেনের ছেলে তুহিন হোসেন (৩৪),

রবিবার (১০ আগস্ট) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল, বেনাপোল, মাসিলা বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে ৩ জন আসামী সহ বিদেশী মদ, ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার ঔষধ, পোশাক সামগ্রী, মোবাইল, হ্যান্ড ব্যাগ, জিরা, কীটনাশক, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ভারতীয় রুপি এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২০,৭৮,৯৩৪/-(বিশ লক্ষ আটাত্তর হাজার নয়শত চৌত্রিশ) টাকা।

 

Related Articles

Back to top button