
মীর সাজু, চরফ্যাশন থেকে : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রিয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে মানববন্ধন করেছে ভোলার চরফ্যাশন উপজেলার কর্মরত সাংবাদিকেরা।
শনিবার (৯ আগস্ট) বিকাল ৫ টার দিকে চরফ্যাশন প্রেসক্লাব ও উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি মো. আরিফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কালবেলা প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, খোলা কাগজ প্রতিনিধি জেএইচ রাজু, শশীভূষণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি মিজানুর রহমান সোহেল, মাইটিভি চরফ্যাশন প্রতিনিধি হাওলাদার শাহাবুদ্দিন প্রমুখ।
বক্তব্যতে সাংবাদিকেরা বাংলাদেশের অন্তরবর্তী সরকার ডা. ইউনূস এর কাছে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবী জানান। এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করার দাবীও জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
জানা যায়, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সে সবার ছোট। তিনি ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে ঢাকার গাজীপুর চান্দনা এলাকায় বসবাস করে আসছেন। সেখানে বেসরকারি স্বাস্থ্য সেবা ক্লিনিক ব্যবসার পাশাপাশি গত কয়েক বছর ধরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় সাংবাদিকতায় করে আসছেন তিনি।