বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে চাঁদা না দেওয়ায় শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষক

মীর সাজু, টাইমস ২৪ ডটনেট,চরফ্যাশন (ভোলা) থেকে: ভোলার চরফ্যাশন উপজেলা গেটের সামনে রাস্তায় গত শুক্রবার বেলা ২টার দিকে দাবিকৃত চাঁদা না দেয়ায় শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেককে লাঞ্ছিত করেছে চাঁদাবাজরা। তিনি হাজারিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, ৪/৫ জন সন্ত্রাসী মিলে শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেককে কিল ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত করে রাস্তার উপরে ফেলে যায়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। জ্ঞান ফেরার পরে আব্দুল খালেক জানান, সন্ত্রাসীদের দাবীকৃত চাঁদা না দেওয়ায় তাকে মারধর করেছে। স্কুল শিক্ষক আব্দুল খালেক আরো জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পরেও তাকে প্রকাশ্যে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। এ ব্যাপারে চরফ্যাশনের ওসির হস্তক্ষেপ কামনা করেন।

Related Articles

Back to top button