বাংলাদেশ

চন্ডাল ভোগ ফুটবল সুপার লীগ ২০২৫ ফাইনাল খেলায় সাদা দল চ্যাম্পিয়ন : পুরস্কার বিতরণ

মনির হোসেন জীবন : রাজধানী তুরাগের চন্ডাল ভোগ ফুটবল ক্লাব আয়োজিত সুপার লীগ ২০২৫ এর মেগা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বিকেলে তুরাগের ১৫ নং সেক্টরের ডিপিএস স্কুলের দক্ষিণ পাশে মাঠে এই ফাইনাল ফুটবল খেলার আয়োজন করা হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সাদিকুর রহমান সবুজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবিদ, সংগঠক ও তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম দুলাল। ফাইনাল খেলাটি শুভ উদ্বোধক করেন তুরাগ থানা সাবেক ছাত্র দল ও যুব দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মনির হোসেন জীবন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সজীব। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মো: আবু ছাঈদ, শাহেন শাহ আলম, রাইসুল ইসলাম, আলাউদ্দিন আলাল, অপু, শুক্কুর আলী প্রমুখ।

এসময় ফাইনাল ফুটবলটি পরিচালনা করেন চন্ডাল ভোগ ফুটবল ক্লাবের কৃতি খেলোয়াড় মো: মাহফুজ। খেলা দেখতে মাঠে বিপুল পরিমান দর্শকের উপস্থিতি ছিল চোখে পরার মতো। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হলে পরবর্তীতে খেলা ট্রাইব্রেকারে গিয়ে গড়ায়। এতে লাল দলকে ১ গোলে পরাস্ত করে সাদা দল বিজয়ী ট্রফি অর্জন করে।

Related Articles

Back to top button