বাংলাদেশ

৫৫ নং ওয়ার্ডকেও ঢাকা-৭ (লালবাগ চকবাজার) আসনের অন্তর্ভুক্ত করার দাবি

টাইমস ২৪ ডটনেট : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ডকে ঢাকা-৭ (লালবাগ চকবাজার) সংসদীয় আসনের অন্তর্ভুক্ত করার জন্য স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে দাবি উঠেছে।
বুধবার ৬ আগস্ট, দুপুর ১ টায় জাতীয় প্রেসক্লাবে সামনে ৫৫ নং ওয়ার্ডকে ৭ আসনের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে কামরাঙ্গীরচরের জনগণ।
পূর্বে ৫৫, ৫৬ এবং ৫৭ নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৪ আসন থেকে ইতিমধ্যে ৫৬, ৫৭ নং ওয়ার্ডকে ৭ আসনের অন্তর্ভুক্তি করা হয়েছে। কামরাঙ্গীরচর থানাধীন ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডকে ঢাকা-৭ (লালবাগ,চকবাজার) আসনে অন্তর্ভুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশনক। কামরাঙ্গীরচরবাসী এই জন্য অভিনন্দন জানিয়েছে নির্বাচন কমিশনকে। পাশাপাশি ৫৫ নং ওয়ার্ডকে ৭ আসনের অন্তর্ভুক্তি করার দাবি উত্থাপন করে।
ভৌগোলিক অবস্থান: ৫৫ নং ওয়ার্ডের কিছু অংশ ঢাকা-৭ আসনের সীমানার কাছাকাছি অবস্থিত, যা রাজনৈতিক এবং প্রশাসনিক কার্যক্রম সহজ করতে পারে।
নাগরিক সুবিধা: ঢাকা-৭ আসনে অন্তর্ভুক্ত হলে স্থানীয়রা মনে করে যে, তারা ভালো নাগরিক সুবিধা পাবে এবং উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে পারবে।
রাজনৈতিক প্রতিনিধিত্ব: স্থানীয় বাসিন্দাদের মতামত হচ্ছে যে, ঢাকা-৭ আসনে অন্তর্ভুক্ত হলে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।
এই দাবির ফলে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে পরবর্তীতে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Related Articles

Back to top button