বাংলাদেশ

চরফ্যাশনে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত

মীর সাজু, চরফ্যাশন থেকে :২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণের প্রথম বর্ষ উপলক্ষে চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ৯টায় যথাযোগ্য মর্যাদায় শহীদদের স্মরণে জাহানপুরে শহীদ ফজলে রাব্বির কবরের সামনে পুষ্পস্তবক অর্পণ করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথী। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বাকি ১১ জন শহীদের কবরেও উপস্থিত হয়ে বিভিন্ন কর্মকর্তা পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় শহীদ পরিবারের সদস্য, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button