বাংলাদেশ

বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মালামাল আটক

বেনাপোল প্রতিনিধি:যশোর ব্যাটালিয(৪৯)বজিবি)এর টহল দল রবিবার ০৩ আগস্ট ২০২৫ তারিখে শিকার পুর বিওপি,বেনাপোল আইসিপি,আমড়া খালী চেকপোস্ট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৬,১৭,৫৫০/-(ষোল লক্ষ সতেরো হাজার পাঁচশত পঞ্চাশ) টাকার মালাৃাল আটক করেছে।

আটক কৃতমালের মধ্যে রয়েছে বিদেশী মদ ভারতীয় শাড়ী,কম্বল,পোশাক সামগ্রী, পলিথিন, বিভিন্ন প্রকার ইলের্ক্টিক ক্রাউন কার্বন এবং কসমেটিক্স সামগ্রী।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সব-সময়ই অব্যাহত থাকবে।

 

Related Articles

Back to top button