বাংলাদেশ

উত্তরায় ৮ হাজার পিস ইয়াবাসহ আটক-১, প্রাইভেটকার জব্দ

তুরাগ প্রতিনিধি : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পুলিশ বলছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম-আনোয়ার হোসেন ওরফে আনা (৪২)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের টয়োটা প্রভোক্স গাড়ি
জব্দ করা হয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) দুপুরে উত্তরা পশ্চিম থানার ১২নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ শনিবার ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক এবং প্রাইভেটকার জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, শনিবার দুপুর আনুমানিক পৌনে ১ টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের ৩ নং সড়কের ৩৬ নং বাড়ির স্বপ্ন সুপার শপের রাস্তার উপর চেকপোস্ট করাকালীন একটি নীল রঙের টয়োটা প্রভোক্স গাড়ি তল্লাশি করার সময় ইয়াবাসহ গাড়ি চালক আনোয়ার হোসেন ওরফে আনা (৪২)কে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে ডিএমপির উত্তরা পশ্চিম থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আনা হয়েছিলো। আটক আনোয়ারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button