
মো. আ. জব্বার : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী কালাদহ দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নব-নিযুক্ত সভাপতি, কালাদহ ইউনিয়ন জামায়াতে আমীর ও কেশরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো. এনামুল হক।
সভায় পরিচিতি পেশ করেন নব-গঠিত এডহক কমিটির সদস্য এ.টি.এম নজরুল ইসলাম (শিক্ষক প্রতিনিধি), মো. আব্দুস সালাম (অভিভাবক সদস্য), স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাও. মো. হাবিবুর রহমান।
এডহক কমিটির নব-নিযুক্ত সভাপতি মো. এনামুল হক দীর্ঘদিন যাবৎ ফুলবাড়িয়া হেলথ কেয়ার লিমিটেড এর সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ফুলবাড়িয়া মডেল ফাউন্ডেশনের সভাপতি, ফ্রেন্ডস্ এসোসিয়েশন ফর ফিউচার ডেভেলপমেন্ট (এফএএফডি) এর সাধারণ সম্পাদক, তারুন্যের ফুলবাড়িয়া’র উপদেষ্টা, কালাদহ দারুল হিকমা কওমী মাদরাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মো. এনামুল হক ইসলামী ছাত্রশিবির, আনন্দমোহন কলেজ শাখারও সভাপতি ছিলেন।
নবনিযুক্ত সভাপতি মো. এনামুল হক কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন শিক্ষক-শিক্ষার্থীরা। উক্ত সভায় মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।